নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ
মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় ভাংগা হতে মাওয়া পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন (এমপি)।
রেলমন্ত্রী বলেন, আজ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু দিয়ে প্রথম আজকের ট্রেন ভাংগা থেকে পদ্মা সেতু অতিক্রম করে মাওয়া স্টেশনে এসেছি। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই উদ্বোধন করেছেন। আজকের ট্রেন অতিক্রম করার মাধ্যমে এই সেতুটি (পদ্মা) পূর্ণতা পেয়েছে। আগামী সেপ্টেম্বরে ঢাকা থেকে ভাংগা পর্যন্ত ট্রেন চলাচল চালু হবে এবং প্রধানমন্ত্রী নিজে এটি উদ্বোধন করবেন।
সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) প্রমুখ।
এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ), জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম), ভাংগা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন রুবেল ও ভাংগা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।