জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক বন্ধু প্লাটফর্ম SSC92 এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এই প্লাটফর্মটি ২০২১ সালের ৩ জানুয়ারি যাত্রা শুরু করে।এই স্বল্প সময়ে গ্রুপ টি বাংলাদেশের সর্ব বৃহৎ অনলাইন প্লাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং এই সংগঠনের সদস্য সংখ্যা এখন ৩৩হাজারের অধিক।গতবছরের ন্যায় এ বছরও ৩রা জানুয়ারি সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলায় এবং বিশ্বের বিভিন্ন দেশে।
তারই ধারাবাহিকতায় ঢাকার প্রাণকেন্দ্র শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৩ জানুয়ারি মহা জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী।উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বশরীরে উপস্থিত ছিলেন গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা আব্দু্ল্লাহ আল মামুন সহ পূর্ণ মডারেটর প্যানেল। উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ছয় শতাধিক বন্ধু অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন তেলাওয়াত ও শ্রীমদ্ভ ভগবত গীতা পাঠের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয় ।
এই গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও এডমিন আবদুল্লাহ আল মামুন স্বাগত বক্তব্য রাখেন এবং সবাই কে নিয়ে কেক কেটে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির শুভ ঘোষণা করেন।কেক কাটা, পিঠা উৎসব, নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা,মধ্যাহ্ন ভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
পরিশেষে এডমিন আবদুল্লাহ আল মামুন তার সমাপনী বক্তব্যে বলেন আশা করছি আগামী বছর এই প্লাটফর্মে এর বন্ধু সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে। তিন আরো বলেন যে এটি একটি মানবিক সংগঠন, এই সংগঠনের মুল উদ্দেশ্য অসহায় ও অসুস্থ বন্ধুদের পাশে দাঁড়ানো এবং দেশের অসহায় মানুষের সেবা করা। তিনি এই সংগঠনের বিগত বছরের বিভিন্ন মানবিক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন এবং সকল বন্ধুদের মানবিক তহবিলে সহযোগিতার উদাত্ত আহ্বান জানান। তিনি সকলের অবগতির জন্য জানান যে প্রচন্ড শীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দেশব্যাপী অসহায় মানুষের জন্য উষ্ণ গরম কাপড় বিতরণ কর্মসূচী চলমান রয়েছে। পরিশেষে সকল কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করে।