মুন্নি আক্তার, নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় যাত্রীবাহী একটি বাস আকস্মিক আগুনে পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাত ১১টায় বাসটিতে আগুনের সূত্রপাত হয়।
নন্দন কানন ফায়ার স্টেশনের ২টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, হানিফ পরিবহনের বাসটি কক্সবাজারের উদ্দেশে যাত্রার জন্য যাত্রী তুলছিল। এ সময় আকস্মিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।