বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। সোমবার (১২ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই কম্বল জেলা উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ শাহীনুজ্জামানের হাতে তুলে দেন আশার জেলা ম্যানেজার মো: ওলিয়ার রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাফিজ-আল-আসাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো: আরিফুল ইসলাম, আশার সি আরএম শেখ শাহাবুদ্দিন ইউসুফ, বিএম অরুপ চন্দ্র রানা,ইয়াছিন নুর, এএসই মনোজ কুমার গোলদার সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।বেসরকারি উন্নয়ন সংস্থা আশা শীতার্তদের মাঝে বিতরণের জন্য ৩৫০টি কম্বল জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে প্রদান করে।