বাগেরহাটে স্থানীয় পর্যায়ে নারীদের সিন্ধ্যান্ত গ্রহন প্রক্রিয়ায় নারীদের অবস্থান বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৪ই ডিসেম্বর) বিকালে এ্যাক্টিভিস্টা বাগেরহাট এর আয়োজনে, এ্যাকশন এইড বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা এর সহযোগিতায় অনুষ্ঠিত পরামর্শ সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগরহাট সদও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন, বাগেরহাট বহূমুখি কলেজিয়েট স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ঝিমি মন্ডল, এ্যাকশন এইড বাংলাদেশ এর ইন্সপাইরেটর শাহিনা পারভিন, জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখর সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন, বাংলাদেশ বেতারের বাগেরহাট জেলা প্রতিনিধি আকমল উদ্দিন সাখি, বাঁধনের এফোরটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মশিফিকুল ইসলাম রিতু, পজেক্ট অফিসার সানি জোবায়ের, ইয়ুথ লিডার কুসুম হাসান জুই এছাড়া ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন ইয়ুথ গ্রæপের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে নারীদের সিন্ধ্যান্ত গ্রহন প্রক্রিয়ায় নারীদের অবস্থান নিশ্চিত করতে হবে। সমাজে প্রতিটি কাজে নারীদের অংশগ্রহন ও সিন্ধ্যান্ত গ্রহনে সুযোগ সৃষ্টি করতে হবে।এর জন্য সকলে একযোগে কাজ করবে বলে সবাই প্রতিশ্রæতি দেয়।