বাগেরহাট জেলার সদর উপজেলার রাখালগাছী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচনে সরকার দলীয় নাম ভাঙ্গিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শ্রমিক লীগের নেতা মনিরুল ইসলাম ফরাজির বিরুদ্ধে। এ ব্যাপারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইব্রাহিম হাজরা,ফজলু শেখ এবং শাহিনার সাথে কথা হলে তারা উভয়েই সাংবাদিকদের জানান আমরা শান্তিপূর্ন এবং নিরপেক্ষ নির্বাচন হবে সেই আশায় মনোনয়নপত্র ক্রয় করেছিলাম কিন্তু মনিরুল ইসলাম ফরাজী আমাদেরকে আওয়ামীলীগের দলীয় নেতা সহ তার গুন্ডাবাহীনীদের দিয়ে প্রতিনিয়ত আমাদেরকে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে এক পর্যায়ে আমাদেরকে বাধ্য করছে নির্বাচন থেকে সরে যেতে এমতাবস্থায় প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বিষয়টা তোর সঙ্গে বিবেচনা করে আমরা যেন সুষ্ঠুভাবে নির্বাচনে প্রোগ্রাম করতে পারি। এ বিষয়ে জানতে চাইলে মনিরুল ইসলাম ফরাজি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দূনিতিকে ঘোষণা করেছেন জিরো টলারেন্স এমতাবস্থায় সরকার দলীয় নাম ভাঙ্গিয়ে প্রতিদ্বন্দ্বী হুমকি-ধামকি প্রদান করে নির্বাচন থেকে জোরপূর্বক সরে যাওয়ার চাপ প্রয়োগ কোন ভাবে আশা করে না সাধারণ জনগণ। যদি মনিরুল ইসলাম ফরাজির মতো এই ধরনের দলীয় নাম ভাঙ্গানো ব্যাক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর সোনার বাংলা বিনির্মানে বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন এলাকার সচেতন মহল এ প্রসঙ্গে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সাংবাদিকের বলেন একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে এবং ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। নির্বাচন ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাঁকে ছাড় দেওয়া হবে না।প্রয়োজনে তার প্রার্থীতা বাতিল করা হবে।
তাই অতি দ্রুত মনিরুল ইসলামের প্রর্থীতা বাতিলের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল তাহলে একদিকে যেমন নিবার্চন হবে সুষ্ঠ সুন্দর অন্য দিকে জনগণ পাবে তাদের পছন্দের প্রার্থী সোনার বাংলা এগিয়ে যাবে আরও একধাপ এমনটাই প্রত্যাশা সকলের।