বাগেরহাট প্রতিনিধিঃ
“স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জম্মদিন,শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের কচুয়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ (শুক্রবার) সকাল ৯ টায় কচুয়া উপজেলা পরিষদের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেছে কচুয়া উপজেলা প্রশাসন ও কচুয়া উপজেলা পরিষদ সহ কচুয়া উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ সাংবাদিক সংগঠনের সাংবাদিকরা।
এদিন পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ১০ টায় কচুয়া উপজেলা পরিষদে শেখ তন্ময় মিলনায়তনে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা করেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ,কচুয়া উপজেলা এসিল্যান্ড (ভুমি) মোঃ জাকির হোসেন,কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম,সমাজ সেবা কর্মকর্তা আছিবুর রহমান,কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক,প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার, কৃষি কর্মকর্তা মোঃ মামুন অর রশিদ,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম,কচুয়া উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সহ- সভাপতি জাহিদুল ইসলাম বুলু,সাধারন সম্পাদক সূর্য্য চক্রবর্তী সহ কচুয়া উপজেলার সকল দপ্তরের প্রধান গন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এদিন অনুষ্ঠান শেষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন,কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার,কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম,কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে পুরস্কার বিতরন শেষে কেক কাটার মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠানের সমাপ্তি করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন।