এসকে এম হুমায়ুন,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের কৈশর বান্দব শিক্ষা প্রতিষ্ঠিানে উপস্থিত বত্তৃতা ও কুইজ প্রতিযোগিতা ক্যম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুল মিলনায়াতনে অধিকার এখানে এখই প্রকন্প, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ব্যাকের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুলের অধক্ষ্য মোসাঃ ফারহানা আক্তার। উক্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমস্বয়কারী এস এম ইাদ্রস আলম, জেলা ব্যবস্থাপক সেলপ পলাশ হাওলাদার , ইয়ুথ মবিলাইজার রহিমা খাতুন, বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদ শেখ, জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন। পরে শিক্ষা প্রতিষ্ঠিানে উপস্থিত বত্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।