প্রশান্ত বিশ্বাস,বাঘারপাড়া যশোর প্রতিনিধিঃ
যশোরের জেলার বাঘারপাড়া উপজেলার কযের বটতলা প্রত্যন্ত গ্রামে গড়ে উঠা ইকো পার্ক এন্ড রিসোর্টে এবার ঈদে প্রাণের মেলা পরিলঙ্খিত হয়েছে । দিন দিন পার্কটি জনপ্রিয়তা লাভ করছে।
ঈদের দিন ও ঈদের ২য় দিনে প্রায় ২০ হাজার নানা বয়সের পর্যটকদের পদচারণায় মুখরিত হয়েছে এ পার্কটি।
বাঘারপাড়া উপজেলা থেকে প্রায় ৪ কিলোমিটার পূর্বে ইন্দ্রা মালন্চী কযের বটতলা গ্রামে ইকো পার্ক এন্ড রিসোর্টটি গড়ে উঠেছে।
২০১৪ সালের ডিসেম্বরে রাস্তার পাশে বিলের মাঝে দুটি বটগাছ দিয়ে তৈরি হয় কয়ের বটতলা পার্কটি চালু হলেও বর্তমানে এ পার্কটির প্রাকৃতিক সৌন্দর্য্যে ইতোমধ্যে পর্যটক ও নানা বয়সের মানুষের আত্মপ্রকাশ করেছে । এ পার্কের মনোরম পরিবেশ, কারুকার্য ও প্রকৃতির সবুজ ছায়াঘেরা পরিবেশে কিছুটা সময়ের জন্য খুঁজে পাওয়া যায় নির্মল আনন্দ।
মাইক্রোবাস, মোটর সাইকেল, প্রাইভেট কার, সিএনজিসহ প্রায় সকল পরিবহনেই আসা যায় এ পার্কটিতে।
ঈদ পুনর্মিলনী, পিকনিক, কনফারেন্স, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলার আয়োজন করা যাবে এ পার্কে।
এবার ঈদ-উল-ফিতরের প্রথম দুইদিনে এ পার্কে প্রায় ২০ হাজার পর্যটকের আনাগোনা লক্ষ করা গিয়েছে। যার অধিকাংশই বাঘারপাড়া উপজেলা সহ বিভিন্ন জেলা থেকেও , নড়াইল – মাগুরা
থেকে ঘুরতে আসা পর্যটকরা বলেন , পার্কে পরিবেশ খুব ভালো । আমি স্ব-পরিবারে এ পার্কে বেড়াতে এসেছি। পার্কের
মালন্চী গ্রামের মাহাবুর বলেন, প্রচন্ড গরমেও আমি পরিবারসহ এ পার্কে ঘুরতে এসেছি। পার্কের পরিবেশ ভালো হলেও আসা যাওয়ার রাস্তার অবস্থা নাজুক। সেই সাথে বাঘারপাড়া থানা পুলিশ সর্বদা পর্যটকদের যান মাল নিরাপত্তা কাজ করছেন।