বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়ীতে ৫০ বোতল ফেনসিডিল সহ অটোরিকশা চালক গ্রেফতার ফুলবাড়ীতে আ’লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার গাজীপুর মহানগরে নানা আয়োজনের মধ্যে দিয়ে বড়দিন উদযাপন গাজীপুর মহানগরের বিভিন্ন গীর্জা পরিদর্শন করেন জিএমপি’র মাননীয় পুলিশ কমিশনার বোয়ালখালীতে শহিদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত স্থগিতাদেশ প্রত্যাহার বিএনপির সুফিয়ান-এনাম-মামুন আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো সিন্ডিকেট বা নিয়োগ বাণিজ্য সফল হতে পারবে না সারজিস আলম শ্রীপুর উত্তর ইউনিয়নবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান হাজী মো.শামছুল হক বাগেরহাটে জ্যাকেট কিনে রয়েল এনফিল্ড পেলেন ব্যবসায়ী ফরিদ

বাঘারপাড়া থানা কর্তৃক আয়োজিত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩২২ বার পঠিত

প্রশান্ত বিশ্বাস, বাঘারপাড়া প্রতিনিধিঃ 

আজ ২৯-০৮-২০২৩ রোজ মঙ্গলবার বাঘারপাড়া থানা কর্তৃক আয়োজিত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাঘারপাড়া থানা কর্তৃক আয়োজিত দোয়া আলোচনা সভা আয়োজিত হয়,

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়।

এসময় তিনি জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে বক্তব্য রাখেন। সম্মানিত পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যের শুরুতেই ৭৫ এর ১৫ই আগস্ট বাঙালি জাতির মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তাঁর নেতৃত্বেই আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং সার্বভৌম রাষ্ট্র পেয়েছি।

তিনি যুদ্ধের পর মাত্র তিন বছরে একটি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রের ভিত্তি স্থাপন করে ছিলেন । আজকের মহাকাশ বিজয় সেটার স্বপ্নও বঙ্গবন্ধু দেখিয়ে ছিলেন । প্রাথমিক শিক্ষা জাতীয়করণ থেকে শুরু করে দেশের সকল উন্নয়নের ভিত্তি তিনিই করে ছিলেন।

তিনি একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চেয়ে ছিলেন । তার স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির কলঙ্কিত অধ্যায় রচিত হয় কিছু বিপথগামী লোক তাঁকে স্বপরিবারে হত্যা করে । কিন্তু তারা বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শকে বাঙালির কাছ থেকে কেড়ে নিতে পারেনি।

আমাদের পরম সৌভাগ্য বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সাহসিক নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য অগ্রগতির অগ্রযাত্রায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

উক্ত আলোচনা সভায় প্রধান ছিলেন যশোর ৮৮/৪ আসনের মননীয় সংসদ সদস্য এম .পি মহদয় জনাব ( রণজিৎ) কুমার রায় , বিশেষ অথিতি ছিলেন জনাব প্রলয় কুমার জুয়াদ্দার, বিপিএম (বার), পিপিএম যশোর,

এবং অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল মুকিত সরকার মহদয়, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ হোসনে আরা তন্নী, আরো উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, মেয়র মোঃ কামরুজ্জামান (বাচ্চু) ,

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর।

সভাপতিত্ব করেন অত্র থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শাহাদাত হোসেন।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন “খ” সার্কেল কর্মকর্তা, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ , বীর মুক্তিযোদ্ধাগণ ,থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মেয়র, উপজেলা চেয়ারম্যান , উপজেলা

নির্বাহী অফিসার, কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ, আনসার ও গ্ৰাম পুলিশের সদস্যবৃন্দ, আওয়ামী লীগ ও সমমনা দলগুলোর নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার মানুষ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।