প্রশান্ত বিশ্বাস,বাঘারপাড়া( যশোর) প্রতিনিধি:
“প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারা,
আজ ১৩-০১-২০২৩ ইং নারিকেল বাড়ীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের, নারিকেল বাড়ীয়া গ্রামের মোল্লাপাড়ায় ইউনিয়ন যুব মহিলা লীগের, আয়োজনে উঠান বৈঠকে শত শত নারীর উপস্থিতিতে হয়েছেন সরকারের……………… উন্নয়নমূলক কথা বলেন যশোরের।
গণমানুষের নেতা বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও ৮৮ যশোর ৪ আসনের মাননীয় সংসদ বাবু রনজিৎ কুমার রায় এম পি মহোদয় , উঠান বৈঠাকে তিনি বলেন।নারী- অনুপ্রেরণাদায়ী, নির্ভীক ও ঐশ্বরিক।প্রতিদিন নারীরা পরিবারে অবদান রাখার পাশাপাশি বিশ্বের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকসহ বিভিন্ন খাতের উন্নয়ন কর্মকাণ্ডে অসাধারণ গতিতে এগিয়ে চলছে।
মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন। তৃণমূল থেকে শুরু করে সর্বচ্ছো পর্যায়ে সব সময় যোগাযোগ রেখে চলেছেন।রাস্তাঘাট, স্কুল -মাদ্রসা, মসজিদ -মক্তব,মন্দির -গির্জা সুর্বত্রই উন্নয়ন, একমাত্র প্রধান মন্ত্রী সেখ হাসিনার হাতেরই ছোঁয়া। আরও বলেন,মাননীয় প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সফলতার ধারাবাহিকতায় ২০৪১ সালের মধে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশের অর্থনীতি, শিল্প, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আর্থিক খাত, ইত্যাদির দক্ষতা বৃদ্ধি ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত বিশ্বের সমপর্যায়ে নেয়ার লক্ষ। স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স গঠন করে গত বছরের ১৬ আগস্ট গেজেট প্রকাশ করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ ২০৪১ প্রতিষ্ঠার জন্য এখন থেকে ‘ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স’ ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’ হিসেবে কাজ করবে।
তাই আরো বলেন বাঘারপাড়া ও অভয়নগর কে ডিজিটাল ও স্মার্ট করার প্রত্যয় ব্যাক্ত করেন। সবাই কে ঐক্য বদ্ধ হয়ে দেশ ও জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। এ পর্যায়ে আরো উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, নারিকেল বাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বাবলু কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা যুব মহিলা লীগের রনি ভৌমিক। নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ।