প্রশান্ত বিশ্বাস বাঘারপাড়া প্রতিনিধি যশোরঃ
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঘারপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর ৮৮/৪ আসনের সংসদসদস্য রণজিৎ কুমার রায় এমপি মহদয়।
আজ( ২৩ জুন) রোজ শুক্রবার বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। যশোর জেলার বাঘারপাড়া উপজেলা নানা বর্নাঢ্য কর্মসূচী ও আয়োজনে দিনটি পালিত হয় । সকালে বাঘারপাড়া দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন , বিকাল ৩টায়
পৌরসভা চত্ত্বরের বঙ্গবন্ধু ম্যূরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং সংক্ষিপ্ত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ, বর্নাঢ্য র ্যালী পালিত হয়, বাঘারপাড়া মহিলা ডিগ্রী কলেজ, উপজেলা গেইট হয়তে দোহাকুলা বাজার, প্রদক্ষিন করে, বাঘারপাড়া আওয়ামীলীগের অফিস প্রাঙ্গনে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর রঙ্গীন বেলুন উড়িয়ে নেতা কর্মীরা দিনটিকে বর্নাঢ্য করে তোলে। আওয়ামীলীগের বিভিন্ন নেতা কর্মীরা,
রণজিৎ কুমার বকৃতাকালে বলেন লক্ষ কোটি কর্মী নির্ভর ,গৌরব, ঐতিহ্য যে দলটির নেতৃত্বই আজ বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করানো ,এশিয়া, আফ্রিকা ,লাটিন আমেরিকার মধ্যে অন্যতম প্রাচীন ও রাজপথই যার মূল ঠিকানা আর সেই রাজপথেই নেতাকর্মিদের নিজেদের মধ্যে আলাপ পরিচয়ের মাধ্যমে ,আওয়ামী পরিবারের সদস্য হওয়ার মধ্যে গৌরব অর্জন করেন।
ইতিহাস ও ঐতিহ্য রয়েছে যে দলটির ,দেশ ও জাতির বৃহওর স্বার্থে।ইবাদতের মতো করে, আওয়ামীলীগ করা নেতা কর্মীদের । প্রায় অর্ধকোটি নেতা-কর্মীর আত্মত্যাগের বিনিময়ে দেশ মাতৃকাকে রক্ষার সকল আন্দোলন সংগ্রামের এক মাত্র রাজনৈতিক প্রতিষ্ঠান, ঐতিহাসিক ভাবে যে ,দলটি ইতিহাস স্বীকৃত” বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা। (বেলা ৩টায়) বাঘারপাড়া পৌর যুবলীগের উদ্যোগে এই আয়োজন করা হয়, বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে খণ্ড খন্ড মিছিল নিয়ে জয় বাংলা স্লোগানে মুখরিত হয় বাঘারপাড়া উপজেলা , যুবলীগ , ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলালীগ, সহ।
অতঃপর বিকাল ৫ টায় সংগঠনের আওয়ামীলীগের সভাপতি জনাব ঃ (রণজিৎ) কুমার রায়ের সভাপতিত্বে এবং বাঘারপাড়া যুবলীগের আহবায়ক জনাব ( রাজিব) কুমার রায়, বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, যশোর ৮৮/৪ আসনের বাঘারপাড়া আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, আরো উপস্থিথ ছিলেন বাঘারপাড়া উপজেলা মেয়র মোঃ কামরুজ্জামান ( বাচ্চু) , বাঘারপাড়া মহিলালীগের যুগ্ম আহবায়ক( রণি ভৌমিক), বাবলু কুমার সাহা চেয়ারম্যান, যশোর জেলা আওয়ামীলীগের সদস্য আজগর আলি , হরিপদ বিশ্বাস , শচীন্দ্র বিশ্বাস, নারিকেলবাড়িয়া ইউনিয়ন , আইয়ুব (হোসেন) বাবলু সাবেক চেয়ারম্যান দরাজহাট ইউনিয়ন, সুভাষ দেবনাথ (অবিরাম) সাবেক চেয়ারম্যান ৫নং ধলগ্রাম ইউনিয়ন, নারিকেলবাড়িয়া যুবলীগ ইমরান হোসেন , বাঘারপাড়া মোল্যা ( রাসেল) হোসেন , ধলগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য হাদিউজ্জামান (বাবু) ছাত্রলীগের সভাপতি এস এম (কোমল) ছিদ্দিকী উজ্জল দেবনাথ, মিরাজুল ইসলাম ( মিরাজ) ধলগাম ইউনিয়ন, ছাত্র নেতা বিশ্বান বিশ্বাস ভুলবাড়িয়া রাজু মিনা, মুজিবুর ও ছাত্রনেতা ও আওয়ামীলীগের বিভিন্ন নেতা কর্মী প্রমূখ।