তৌহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আহ্বায়ক মোখলেসুর রহমান ও সদস্য সচিব , ফয়সাল রেজা কে দেওয়া হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) এই কমিটি প্রেস করা।
নব নির্বাচিত কমিটির অন্যরা হলেন, যুগ্ম-আহবায়ক: হাফিজুর রহমান যুগ্ম-আহবায়ক: তরিকুল ইসলাম জয় যুগ্ম-আহবায়ক: ইব্রাহিম খলিল যুগ্ম-আহবায়ক: মেহেদী হাসান সালাম যুগ্ম-আহবায়ক: মো: রাকিব হোসেন যুগ্ম-আহবায়ক: মাহমুদুল হাসান যুগ্ম-আহবায়ক: জুবায়ের আল মাহমুদ যুগ্ম-আহবায়ক: রায়হান চৌধুরী রায়হান যুগ্ম-আহবায়ক: মো: রবিন খন্দকার যুগ্ম-আহবায়ক: আরিফুল ইসলাম যুগ্ম-আহবায়ক: মাসুদ রানা প্রামাণিক যুগ্ম-আহবায়ক: আবু তালহা যুগ্ম-আহবায়ক: হুমায়ুন কবির এবং সদস্য: সাব্বির হোসেন সদস্য: আরিফুল ইসলাম মল্লিক সদস্য: মো: দিদারুল ইসলাম সদস্য: তরিকুল ইসলাম হৃদয় সদস্য: রাজু মিয়া সদস্য: আনোয়ার হোসেন আকাশ সদস্য: ফরিদ আহম্মেদ সদস্য: সাব্বির হোসেন আদর সদস্য: আব্দুল আলিম প্রামাণিক এই কমিটিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি , রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অনুমোদন করেন। এবং আগামী ৪৫ মধ্যেই সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহবায়ক কমিটি অনুমোদন করা হলো বলেন তারা।