মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী ,রাউজান প্রতিনিধি।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় মুক্তিযোদ্ধাদের উপহার প্রদান, গৃহহীনদের গৃহনির্মাণ সামগ্রী, শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ই ডিসেম্বর শনিবার বিকেলে পৌরসভার হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ২য় প্যানেল মেয়র কাউন্সিলর সমীর দাশগুপ্ত, পৌরসভা কৃষকলীগের সভাপতি আলী আজগর চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি রানা, পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ ওয়াসিম আকরাম।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তানভীর চৌধুরী, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, ছাত্রলীগ নেতা মোহাম্মদ সুজন, সাব্বির আনোয়ার হিমেল, আরফানুল ইসলাম আবির, রবিউল হোসেন জিক্সসহ আরো অনেকে। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ বোরহান কাদেরী।