নিজস্ব প্রতিনিধি,আজহারুল ইসলাম:
দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের বিনা মূল্যে চিকিৎসা সেবা। চিকিৎসায় সেবায় সহযোগীতা প্রদান করবেন আন্তর্জাতিক পুরুস্কার ও ISO সনদ প্রাপ্ত মডার্ণ হার্বাল গ্রুপ লিমিটেড । সংস্থার কর্মকর্তারা বলেন দেশের মানুষ অর্থের অভাবে সু চিকিৎসা থেকে বঞ্চিত, তাই দেশের সকল মানুষকে সু চিকিৎসা দেয়ার লক্ষ্যে সারা দেশে নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে,সুবিধার বঞ্চিত ঈপ্রান্তিক গোষ্ঠীর জিবন মান উন্নয়নে জাতিসংঘের ঘোষিত মানুষের মৌলিক মানবাধিকার রক্ষায় কাজ করে জাচ্ছেন আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সদস্যরা আরও বলেন মডার্ণ হার্বাল গ্রুপের সকল ঔষধ ও পন্য গুনেমানে অতুলনীয় দামেও কম এ সকল ঔষধের কোন পার্শ্ব পতিক্রিয়া নেই তাই চিকিৎসার জন্য খুবই নিরাপদ, মডার্ণ হার্বাল গ্রুপের চেয়ারম্যান ড. আলমগীর মতি সাহেব দির্ঘ কয়েক যুগের গবেষণার ফসল হিসেবে দেশের মানুষ পেয়েছেন কোটি কোটি বছরের আদি যুগের আয়ূর্বেধিক চিকিৎসা আধুনিক রুপ দিয়েছেন তিনি। দিয়েছেন লাখো বেকারদের কর্মসংস্থান নিরাপদ পার্শ্ব পতিক্রিয়া মুক্ত ঔষধ হিসাবে উৎপাদন করেছেন আয়ূর্বেদিক ইউনানী এবং হোমিওপ্যাথিক মেডিসিন এই বিশাল অবদানকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্বের আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ ২০২২ সালে ডা. আলমগীর মতি পেয়েছেন গবেষণা ও ব্যবসার ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরুপ. দ্যা অ্যকাডেমিক ইউনিয়ন . অক্সফোর্ড এর ” দ্যা নেইম ইন সাইন পুরুস্কার। ডা. আলমগীর মতি দ্যা নেইম ইন সাইন, পুরুস্কার জন্য মনোনীত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোঃ ইমাম হোসেন
আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব সাংবাদিক মোঃ ইমাম হোসেন বলেন
মানুষ হিসাবে প্রত্যেকেরই সু চিকিৎসার লাভের অধিকার আছে। এই অধিকার জন্ম সূত্রে প্রপ্ত। অর্থাৎ এই অধিকার কোন মানুষেকে অর্পন করার ক্ষমতা বা সমার্থ কোন মানুষের নেই । এ ক্ষমতা কোন রাষ্ট্রেরও নেই। সুতরাং অধিকার অর্পনের কোন ক্ষমতা যদি কোন ব্যক্তি বা রাষ্ট্রের না থাকে
তাহলে অধিকার হরণ বা খর্ব করার ক্ষমতাও কোন ব্যক্তি বা রাষ্ট্রের থাকতে পারেন। বাংলাদেশে চিকিৎসার নামে মানুষকে মৃত্যু দুয়ারে ঠেলে দেয়া হয়। এদেশের কিছু অসাধু ভুয়া ডাক্তারের অপচিকিৎসার কারণে মানুষ ধুকে ধুকে মৃত্যুর মুখে পতিত হয় । বাংলাদেশ সরকার ভালো উন্নত চিকিৎসার ব্যবস্থা করলেও কিছু কুচক্রী মহলের প্রভাবে কাঙ্খিত চিকিৎসা তো দুরের কথা চিকিৎসার নামে মিথ্যা ছলনা করে অপারেশন টেবিলে খুলেনিচ্ছে কিডনি সহ দেহের অমূল্য অঙ্গ পোতঙ্গ। এ সব ঘটনা ঘটেছে জাচ্ছে দেশের শীর্ষে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের আনাচে কানাচে ব্যঙের ছাতার মতো হাসপাতালের নামে কসাই খানায়।
আসুন আমরা নিজেরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার আগেই আমরা নিজেদের দেহের যত্নবান হই। তিনি আরও বলেন আমরা বঙ্গবন্ধুর আদর্শে মহান স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে অধিকার বঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে অধিকার রক্ষায় কাজ করে যাব বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো জিবনে শেষে দিন পযর্ন্ত, কোন অপশক্তি দাবিয়ে রাখতে পারবেনা। সারা বাংলাদেশে আমাদের ফ্রি ডাক্তারি চিকিৎসা সেবা সহ সল্প মূল্য ঔষধ পৌঁছনোর কাজ চলিতেছে।এখন শুধু মানবাধিকার কর্মী সংগ্রহ চলিতেছে তাদের মাধ্যমে দেশের প্রান্তিক জণগোষ্ঠীর চিকিৎসা ও সেবা মানবাধিকার রক্ষায় কাজ করবে। যারা দেশের সেবা করতে ইচ্ছুক তারা যেন আমাদের সাথে যোগাযোগ করবেন ।
মোবাইল 01616778772বিনামূল্য চিকিৎসা সেবা মানবাধিকার সংস্থার সহায়তা দিবে মডার্ণ হার্বাল গ্রুপ
চিকিৎসা ডেস্ক
দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের বিনা মূল্যে চিকিৎসা সেবা। চিকিৎসায় সেবায় সহযোগীতা প্রদান করবেন আন্তর্জাতিক পুরুস্কার ও ISO সনদ প্রাপ্ত মডার্ণ হার্বাল গ্রুপ লিমিটেড । সংস্থার কর্মকর্তারা বলেন দেশের মানুষ অর্থের অভাবে সু চিকিৎসা থেকে বঞ্চিত, তাই দেশের সকল মানুষকে সু চিকিৎসা দেয়ার লক্ষ্যে সারা দেশে নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে,সুবিধার বঞ্চিত ঈপ্রান্তিক গোষ্ঠীর জিবন মান উন্নয়নে জাতিসংঘের ঘোষিত মানুষের মৌলিক মানবাধিকার রক্ষায় কাজ করে জাচ্ছেন আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সদস্যরা আরও বলেন মডার্ণ হার্বাল গ্রুপের সকল ঔষধ ও পন্য গুনেমানে অতুলনীয় দামেও কম এ সকল ঔষধের কোন পার্শ্ব পতিক্রিয়া নেই তাই চিকিৎসার জন্য খুবই নিরাপদ, মডার্ণ হার্বাল গ্রুপের চেয়ারম্যান ড. আলমগীর মতি সাহেব দির্ঘ কয়েক যুগের গবেষণার ফসল হিসেবে দেশের মানুষ পেয়েছেন কোটি কোটি বছরের আদি যুগের আয়ূর্বেধিক চিকিৎসা আধুনিক রুপ দিয়েছেন তিনি। দিয়েছেন লাখো বেকারদের কর্মসংস্থান নিরাপদ পার্শ্ব পতিক্রিয়া মুক্ত ঔষধ হিসাবে উৎপাদন করেছেন আয়ূর্বেদিক ইউনানী এবং হোমিওপ্যাথিক মেডিসিন এই বিশাল অবদানকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্বের আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ ২০২২ সালে ডা. আলমগীর মতি পেয়েছেন গবেষণা ও ব্যবসার ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরুপ. দ্যা অ্যকাডেমিক ইউনিয়ন . অক্সফোর্ড এর ” দ্যা নেইম ইন সাইন পুরুস্কার। ডা. আলমগীর মতি দ্যা নেইম ইন সাইন, পুরুস্কার জন্য মনোনীত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোঃ ইমাম হোসেন
আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব সাংবাদিক মোঃ ইমাম হোসেন বলেন
মানুষ হিসাবে প্রত্যেকেরই সু চিকিৎসার লাভের অধিকার আছে। এই অধিকার জন্ম সূত্রে প্রপ্ত। অর্থাৎ এই অধিকার কোন মানুষেকে অর্পন করার ক্ষমতা বা সমার্থ কোন মানুষের নেই । এ ক্ষমতা কোন রাষ্ট্রেরও নেই। সুতরাং অধিকার অর্পনের কোন ক্ষমতা যদি কোন ব্যক্তি বা রাষ্ট্রের না থাকে
তাহলে অধিকার হরণ