রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বজ্রযোগিনী প্রক্তন ছাত্র ও অভিভাবক ফোরাম এর উপলক্ষে বৃত্তি প্রদান মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর দিঘীরপাড় ইউনিয়ন শাখার উদ্দ্যোগে গন সমাবেশ অনুষ্ঠিত সুজন এর সাতক্ষীরা সদর উপজেলা কমিটি অনুমোদন কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে আইইউটির শিক্ষার্থীর মৃত্যু ৩ আহত ১৫ রংপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিভাগীয় সমাবেশ কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৪৭বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক  বোয়ালখালীতে মদ বিক্রেতা আটক

বিনামূল্যে পাকা ঘর পেয়ে খুশী ফুলছড়ির গৃহহীনরা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

ওমর ফারুক রনি, গাইবান্ধা প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীনদের মাঝে বরাদ্দকৃত বিনামূল্যে পাকা ঘর পেয়ে খুশি হয়েছে ফুলছড়ি উপজেলার উপকারভোগী গৃহহীনরা। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের মাঝে পাকা ঘর নির্মাণ করে দেওয়ার প্রকল্প হাতে নেয় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়। এ প্রকল্পের আওতায় ২০১৯ সালে প্রকল্প বাস্তবায়ন শুরু করে ফুলছড়ি উপজেলা প্রশাসন। ফুলছড়ি উপজেলার ০৭ টি ইউনিয়নে প্রথম পর্যায়ে ৭৫টি, দ্বিতীয় পর্যায়ে ৩৬০টি, তৃতীয় পর্যায়ে ৩৩০টি, চতুর্থ পর্যায়ে ২৭৩টি এবং পঞ্চম পর্যায়ে ২০০টি সর্বমোট ১২৩৮টি পাকা ঘর নির্মাণ করে দেয় ফুলছড়ি উপজেলা প্রশাসন। প্রাথমিক পর্যায়ে তৃণমূল পর্যায়ে উপকারভোগী নির্বাচন করে উপজেলা প্রশাসন ধাপে ধাপে এই ঘরগুলি নির্মাণ করে উপকারভোগীদের বুঝিয়ে দেয়। উপকারভোগী গৃহহীনরা পাকা ঘর পেয়ে অত্যন্ত খুশি। ফুলছড়ি সদর ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলের গাবগাছি গ্রামের উপকারভোগী নুরজাহান, এন্তাজ আলী, খনচাপাড়া গ্রামের কালাম মিয়া এই প্রতিনিধিকে জানান “পাকা ঘরে বসবাস করব এটা জীবনে চিন্তা করি নাই। সারাজীবন অন্যের আশ্রয়ে কখনোত খোলা আকাশের নিচে ছিলাম। কোন খরচ ছাড়াই পাকা ঘর পেয়ে আমরা ভীষণ খুশি”। খনচাপাড়া গ্রামের দিনমজুর হানিফ মিয়া, কোন প্রকার টাকা পয়সা ছাড়াই ঘর পেয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য ফুলছড়ি উপজেলার ০৭টি ইউনিয়নের অধিকাংশ এলাকা নদীগর্ভে এবং বাসিন্দারা চরাঞ্চলে বসবাস করেন। প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা, শিক্ষার ও নিরাপদ বাসস্থানের অভাবে চরাঞ্চলের জনগনকে মানবেতর জীবন যাপন করতে হয় এরূপ পরিস্থিতিতে কোন প্রকার খরচ ছাড়াই বিনামূল্যে পাকা ঘর পেয়ে উপকারভোগীরা শুধু খুশিই নন তারা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন।এ ব্যাপারে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুর রহমান এই প্রতিনিধিকে জানান,মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব পাকা ঘর নির্মাণ করে কোন খরচ ছাড়াই বিনামূল্যে উপকারভোগীদের হস্তান্তর করা সরকারের একটি বিরাট সাফল্য। ফুলছড়ি উপজেলায় গৃহহীন যাতে কেউ না থাকে সেক্ষেত্রে সরকারের গৃহীত কর্মসূচী বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।