আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
২২ শে শ্রাবণ বিশ্বকবির ৮২ তম প্রয়াণ দিবসে সাতক্ষীরা বন্ধুসভা আয়োজনে কথা ও কবিতায় বাইশে শ্রাবণে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ শ্রাবন ১৪৩০ বঙ্গাব্দ, ৬ আগষ্ট ২০২৩)
বিকেল ৫ টায় ম্যানগ্রোভ সভা ঘরে বন্ধুসভার বন্ধুরা জেলার কবি সাহিত্যিক ও সাহিত্য অনুরাগিদের উপস্থিতে প্রচার সম্পাদক তারিক ইসলাম এর সঞ্চালনায় আলোচনা গান ও কতিতা পাঠ করেন, শিরিন সিদ্দিকী তিনি গেয়ে শোনান, ‘সুখে আমায় রাখবে কেনো’ গানটি। বিশিষ্ট আবৃত্তি শিল্পী মনিরুজ্জামান ছট্টুর কন্ঠে “কৃষ্ণ কলি আমি তাহারে বলি ” কবিতাটি, সিমা মন্ডল আবৃত্তি করেন ‘প্রশ্ন’ ও সুস্মিতা রায় তন্নি আবৃত্তি করেন ‘হঠাৎ দেখা’ কবিতা।
গান ও কবিতার ফাঁকে চলে রবীন্দ্র আলোচনা। আলোচনায় আলোচক প্রাবন্ধিক ও কবি শুভ্র আহমেদ বলেন, রবীন্দ্রনাথের সাহিত্যগুলো বাংলা সাহিত্যকে পরিচয় করিয়েছে বিশ্বব্যাপী।
আমাদের নিত্যদিনের জীবনযাপনে, চিন্তা ও কর্মে, আনন্দ-বেদনায়, প্রেম-বিরহের প্রতিটি অনুভবে মিলেমিশে একাকার হয়ে আছে একটি নাম, রবীন্দ্রনাথ ঠাকুর।
তিনি মিশে আছেন বাঙালির শিল্প-সাহিত্য-সংস্কৃতির প্রতিটি পর্বের সাথে। তাঁর সামগ্রিক সৃষ্টিকর্ম আজ শুধু ভারতবর্ষের নয়, সমগ্র বিশ্বের সম্পদ।
শিল্প-সাহিত্যের এমন কোন শাখা খুঁজে পাওয়া দুষ্কর যেখানে পৌঁছায়নি কবিগুরুর জাদুস্পর্শ।
সাহিত্যের সব শাখায় ছিল রবীন্দ্রনাথের বিচরণ। শত বছর আগে রচিত গান–কবিতা ও গল্পগুলো আজও আমাদের হৃদয়ে দাগ কাটে। সভাপতি কর্ণ বিশ্বাস এর এই বক্তব্যে মধ্যে দিয়ে সমাপ্তি হয় কথা ও কবিতায় বাইশে শ্রাবণ রবীন্দ্র স্মরণ আয়োজনের।
আরো উপস্থিত ছিলেন শিশু সাহিত্য ও কবি এ্যাড. নুরুজ্জামান সাহেব, সহকারী শিক্ষক কবি গাজী মোমিন উদ্দিন, উদীচী সাতক্ষীরার সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, কবি মনিরুজ্জামান মুন্না, কবি স.ম তুহিন, অতুল কুমার ঘোষ, বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক মোকাররাম বিল্লাহ, বই মেলা সম্পাদক মাসকুরা আক্তার,ম্যাগাজিন সম্পাদক সাগরিকা আক্তার, বন্ধুসভার সদস্য আবু তাহের, প্রশান্ত কুমার পাল, শামিম রেজা, সোমা রনী, তাহেরা দিলরুবা, আজিজুল প্রমূখ।