তাপস কুমার ঘোষ,নিজস্ব প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি-বর্তমান জাতীয় শ্রমিকলীগের সভাপতি ইফতেখারুল ইসলাম সুমন, বিষ্ণুপুর ইউনিয়নের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ৭টি মন্দির পরিদর্শন করেন (৪অক্টোবর) মঙ্গলবার বিকাল ৫টায়।
এ সময়ে তার সফর সঙ্গীহিসেবে ছিলেন, জাতীয় শ্রমিক লীগ চম্পাফুল ইউনিয়ন শাখার সভাপতি সিরাজুল ইসলাম,জাতীয় শ্রমিক লীগের বিষ্ণুপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি আশরাফুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহম্মেদ, শ্রমিক লীগের নেতা আমিরুল ইসলাম, গোলাম রব্বানী প্রমূখ।
তিনি বলেন,ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিয়ে আসুক আনন্দ। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।
কোন বৈষম্য যেন এই উৎসব ম্লান করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান জাতীয় শ্রমিকলীগনেতা ইফতেখারুল ইসলাম সুমন।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে।
তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। দুর্গাদেবীর আগমনে সকল অপশক্তির বিনাশ হবে এই বসুন্ধরায় এই আশাবাদ ব্যাক্ত করেন তিনি । বাংলাদেশের সকল সাম্প্রদায়িক শক্তি, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাদের অপকর্ম থেকে সরে এসে দেশের কল্যাণে কাজ করবে বলে মনে করেন তিনি।