মুরাদ মিয়া,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত, নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে বড় বোন জামাই,,উপজেলা আওয়ামীলীগের সভাপতি,,শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক ৪বারের চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.আবুল হোসেন খাঁনের জন্য।
ভোট ও দোয়া চেয়ে দিনরাত তার পাটলাই নদীতে দায়িত্ব থাকা নিয়োগ প্রাপ্ত সেন্টিদের নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের পাড়া মহল্লায় রাতদিন
উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো.আবুল হোসেন খানের কাপ পিরিচ মার্কার জন্য ভোট চাচ্ছেন।
পাটলাই নদীর গ্রুপ সেন্টির দায়িত্বে থাকা মো.নুর মিয়া।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবুল হোসেন খানের শালা মো.নুর মিয়া, বলেন,আগামী ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত হবে তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচন।
এরই ধারাবাহিকতায়,উপজেলার ৭টি ইউনিয়ন গুলোর মধ্যে শ্রীপুর উত্তর ইউনিয়ন প্রত্যন্ত অঞ্চল হওয়ায়,হাওর এলাকার জয়পুর,গোলাবাড়ি,শিলাইন তাহিরপুর,ছিড়েরগাঁও,মন্দিয়াতা,কামালপুর,তরং,তরং কান্দাহাটি,শিবরাপুর,বেতাগড়া,মাটিয়াইন,কদমতলী,খালা গাঁও,উজ্জ্বলপুর, খালা শ্রীপুর,কুড়েরপাড়, শ্রীপুর,নয়াবন্দ,দলইরও গাঁও,মদনপুর,নবাপুরসহ পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে বড় বোন জামাই,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবুল হোসেন খান একজন মুরব্বি ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তি হিসেবে এবং শেষ বয়সে তার জন্য জনগণের কাছে ভোট ও দোয়া চেয়ে নির্বাচনী প্রচার প্রচারণা করে ছুটে চলা তার।
২১মে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচন উপলক্ষে,মো.নুর মিয়া তার দেওয়া বার্তায় উল্লেখ করে বলেন,
যদিও আমার বোন জামাই,আবুল হোসেন খানের কথা বার্তায়,আচার-আচরণে
আপনারা কোন কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং উম্মুক্ত ভাবে কাপ পিরিচ মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ করছি।
আপনারা যদি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খানকে প্রতিশ্রুতি দিয়ে ২১,মে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ভোট দেন,তাহলে ইনশাআল্লাহ আবুল হোসেন খানের,
কাপ পিরিচ মার্কার জয়লাভ কেউ ঠেকাতে পারবে না।