এস এ আখঞ্জী,তাহিরপুরঃ-
১৯৭১ সালের রণাঙ্গনের ‘বীর’ গিয়াস উদ্দিন না ফেরার দেশে চলে গেছেন। রাষ্টীয় সম্মাননা গার্ড অফ অনার প্রদান শেষে, উজান তাহিরপুর কবর স্থানে চিরনিদ্রায় শায়িত হলেন, এ বীর সেনানি।
আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে তাহিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাদিউর রহিম জাদিদ,এসিল্যান্ড আসাদুজ্জামান রনি,ওসি সৈয়দ ইফতেখার হোসেন,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,নরুল ইসলাম বাঘা,আবদুল কাদির,যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়াসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন,গন্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাধ্যক্ষ জনিত কারনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন সোমবার রাত নয় টায় মারা জান। তিনি তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের মইন উদ্দিনের ছেলে। তিনি স্ত্রী ছেলে মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।