মোঃ আরিফুজ্জামান সাগর, নিজস্ব প্রতিবেদকঃ
বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনা
জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত
আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার!
আজ ০৫ আগস্ট ২০২৩ খ্রিঃ, ২১ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ সকাল ১০.০০ ঘটিকায় খুলনা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের
আধুনিক ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক চর্চার পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক,
খুলনা-২ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ সালাউদ্দিন জুয়েল, খুলনার বিভাগীয় কমিশনার জনাব মোঃ হেলাল মাহমুদ শরীফ এবং কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদেয়।
জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভার বক্তব্যের শুরুতে কেএমপি’র মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি ইতিহাসের মহানয়ক ও স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার শত্রু কতিপয় ঘাতকের নির্মম বুলেটের আঘাতে শহীদ জাতির জনক বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে রুহের মাগফিরাত কামনা করেন।
একই সাথে মহান মুক্তিযুদ্ধে এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ক্রীড়া এবং সাংস্কৃতিক সংগঠক হিসেবে শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর অবদান তুলে ধরে তাঁর বর্ণাঢ্য জীবনের উপর সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন এবং তরুণ প্রজন্মকে শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি, খুলনা জনাব মঈনুল হক বিপিএম(বার), পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব খন্দকার ইয়াসির আরেফীন;
খুলনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম; খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির; প্রেস ক্লাব, খুলনার সভাপতি জনাব এস এম নজরুল ইসলাম-সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।