শামছুল আলম আখঞ্জী,তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত ঘেঁষা (এক জ্ঞানের বাতিঘর) বীরেন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টির মাঠ নিচু থাকায়, সামান্য বৃষ্টিতেই,কেদা জলে পরিনত হত। এ কারণে
পাঠদান- পাঠগ্রহণে শিক্ষক- শিক্ষার্থীরা পড়তেন বিপাকে। শারীরিক শিক্ষা ,বন্ধ থাকতো, যতদিন থাকতো জলাশয়।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্রসহ, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দকে নিয়ে, সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন এর স্পেশাল বরাদ্দের অর্থায়নে, মাঠের মাটি ভরাট কাজের আনুষ্ঠানিক ভাবে কাজের শুভ উদ্বোধন করেন, ইউপি সদস্য শাহাজাহান খন্দকার। এমন কার্য্যাদি দেখে এ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উৎপল ও আনন্দিত হয়েছে। এমনটা জানান শিক্ষক বৃন্দ।
জানা যায়, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে, বীরেন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় । এটি ১৯৯৯ সালে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানঁ (চেয়ারম্যান)’র সুযোগ্য নেতৃত্বে ও স্থানীয় সর্বজনের সহায়তায় ১০১ শতক জমির উপর প্রতিষ্ঠিত হয়। ঐ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খানঁ এর প্রাণপণ চেষ্টা ফলে আজ বিছিন্ন জনপদের কোমলমতি ৬শত জন শিক্ষার্থী অধ্যায়নের সুযোগ তৈরি হয়। এখানে ১৪জন শিক্ষক-শিক্ষিকা পাঠদানে কর্মরত আছেন। এর পার্শ্বেই রয়েছে বীরেন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয়। এখানে অধ্যায়নরত সহস্রাধিক কোমলমতি ছাত্র- ছাত্রী রয়েছে । তাঁরা এ মাঠে, শারীরিক শিক্ষা ও খেলা ধোলা করে থাকেন।
এ ব্যাপারে, বীরেন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র রায় ও উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহাজাহান খন্দকার আলাদা আলাদা বক্তব্য রাখেন।