আল-হুদা মালী শ্যামনগর থেকেঃ
ব্রতী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও প্রাইম ব্যাংক বাংলাদেশের সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সংস্থার কর্ম এলাকা শ্যামনগরের গাবুরায় ব্রতী সমাজ কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী বিশিষ্ট সমাজ বিজ্ঞানী, মুক্তিযোদ্ধা শারমীন মুরশিদের উপস্থিতিতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
দুর্যোগ কবলিত গাবুরায় নদীর তীর ও ভূমিহীন নারী প্রধান পরিবারের অনেক মানুষ শীতে কষ্ট পেয়ে থাকেন। অনেকের থাকার মতো ঘর-বাড়িও নেই। তাদের কথা বিবেচনা করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকা প্রস্তুত করে গাবুরার ৪০০ জনকে কম্বল প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্রতীর উপ- পরিচালক রফিকুল ইসলাম, ব্রতীর গাবুরাস্থ শিশু সুরক্ষা প্রকল্পের এডমিন অফিসার সাইফুর রহমান, সুপারভাইজার মনিরুল ইসলাম, আবু তালেব সাগর ও বিভিন্ন গণমাধ্যম কর্মী।
জানা যায়, ১৮ ডিসেম্বর ব্রতীর প্রধান নির্বাহী বিশিষ্ট সমাজ বিজ্ঞানী মুক্তিযোদ্ধা শারমীন মুরশিদ গাবুরাতে উপস্থিত থেকে বিভিন্ন বিতরণ কার্যক্রম শুরু করেন। পর্যায় ক্রমে ২৯ ডিসেম্বর শীতবস্ত্র বিতরণে মধ্য দিয়ে বিতরণ কার্যক্রম শেষ হয়। বেসরকারি সমাজ কল্যাণ সংস্থা ব্রতীর এমন মহৎ উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন উপকারভোগী ও উক্ত এলাকার সকল শ্রেনীপেশার মানুষ।
উল্লেখ্য, ব্রতী গাবুরায় এক দশকের বেশি সময় ধরে শিশু পুনর্বাসন ,খাবার পানি, ভাসমান স্বাস্থ্যসেবাসহ মানবাধিকার ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।