রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

বোয়ালখালীতে ঘর থেকে সাপ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৫৮ বার পঠিত

এম মনির চৌধুরী রানা, বোয়ালখালীঃ 

চট্টগ্রামের বোয়ালখালীতে এক বসত ঘরের বারান্দায় ঘোরাফেরা করছিলো গাল টাওয়া বা সবুজ বোড়া সাপ। সবুজ রঙের এ সাপ দেখে রক্ত হিম হয়ে আসে পরিবারের সদস্যদের। আতঙ্কে শোরগোল পড়ে যায় বাড়িতে। শেষতক খবর পায় স্নেক রেসকিউ টিমের বাংলাদেশের সদস্য অয়ন মল্লিক। তিনি সাপটি উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন।

গতকাল সন্ধ্যায় উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অশ্বিনী চৌধুরীর বসতঘরের বারান্দায় এই সাপটির দেখা পান পরিবারের সদস্যরা। পরিবারটির সদস্য রাজন চৌধুরী বলেন, বারান্দায় সাপটি দেখে রক্ত হিম হয়ে আসে। অনেক চেষ্টা করেও সাপটি তাড়াতে পারছিলাম না। পরে স্নেক রেসকিউ টিমের সহায়তা চাইলে অয়ন মল্লিক এসে সাপটি উদ্ধার করেন। অয়ন মল্লিক জানান, আঞ্চলিক নাম গাল টাওয়া হলেও সবুজ রঙের এ সাপ সাধারণত স্পট-টেইলড পিটভাইপার নামে পরিচিত। এটি বিষধর (হেমোটক্সিন্স) পিট ভাইপার প্রজাতির। উদ্ধার করা সাপটি লম্বায় ২১ ইঞ্চি। তিনি আরও বলেন, খবর পেয়ে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে আজ সকালে উন্মুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়ছে। এরা দিনের যেকোন সময় চোখে পড়তে পারে কিন্তু সন্ধ্যার পর থেকে খুব সক্রিয় থাকে এবং দেহের সবুজ বর্ণের জন্য সবুজ ঝোপে খালি চোখে খুব একটা চোখে পড়ে না।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।