এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে হিমাদ্রী খীসাকে পদায়ন করা হয়েছে।
গত ১ জুলাই চটগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। এর আগে হিমাদ্রী খীসা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত ছিলেন। তিনি ৩৪তম বিসিএস ক্যাডারে অংশ গ্রহণ করে সহকারী কমিশনার (ভূমি) পদে চাকরি জীবন শুরু করেন।