সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
খালেদা জিয়া আপোষহীন নেত্রী,বিদেশে পালিয়ে যাননিঃনায়াব ইউসুফ  মুন্সীগ‌ঞ্জে একে মে‌মো‌রিয়াল স্কু‌লে ৫ম শ্রেণির বিদায় ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী‌দের সংবর্ধনা। হত্যার চেষ্টা মামলায় প্রধান আসামিকে বাদ দিয়ে চার্জশিট দেওয়ায় সংবাদ সম্মেলন রিকাবী বাজার চৌ-রাস্তায় জনদূভোগ ও দূর্ঘটনার ঝুঁকি  নরসিংদীতে অভিযোগের ৩ ঘন্টার মধ্যে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক-১ মোল্লাহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী  অস্ট্রেলিয়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত এবার পুলিশের প্রতিহিংসার শিকার সাংবাদিক (বিএমএসএস)এর তীব্র নিন্দা ফরিদপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  মধ্যনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পিং

ভরা বর্ষা মৌসুমে নেই বড়াল নদীতে পানি

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৮২ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

ভরা বর্ষা মৌসুমে নেই বড়াল নদীতে পানি। পানির প্রবাহ না থাকায় নদীপাড়ের মানুষের জীবন-জীবিকা এখন হুমকির মুখে। এক সময় বর্ষা মৌসুমে স্থানীয় জেলেরা মাছ ধরে বা নৌকা বেয়ে জীবিকা নির্বাহ করতো। কিন্তু বর্তমানে বড়াল নদীতে পানি না থাকায় জেলেরা অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। এমনকি পেট চালানোর দায়ে বিকল্প পেশার দিকে ধাবিত হচ্ছে।

বিগত বছরগুলোতে আষাঢ় মাসে বড়াল নদীতে বন্যার পানি প্রবেশ করলেও চলতি বর্ষা মৌসুমে বড়াল নদীতে কোন পানি আসে নি।ফলে নদীর বুকে ধু ধু বালুর চর এবং সবুজ ঘাসে ভরে আছে।

বড়াল নদীর বুকে মাইলের পর মাইল জেগে উঠেছে বিশাল বালুচর। নদীতে নেই কোনো পানি, নেই কোনো গভীরতা। রবিশস্য মৌসুমে এলাকার কৃষকরা জেগে ওঠা চরে ইরি-বোরো ধানের ফসল করছেন এবং নদীর দুইপাড়ে সরিষা, মসুর সহ রবিশস্য ফসল উৎপাদন করছে। এক সময় আষাঢ় মাসে নদীর তীরবর্তী জেলেরা নতুন পানিতে আসা রেনু পোনা মাছ বা বড় মাছ এগুলো ধরে বিক্রয় করে সারাবছরের খাবার ঘড়ে তুলতো কিন্তু বর্তমানে নদীতে পানি না আসায় কর্মহীন হয়ে বিভিন্ন পেশায় জড়িয়ে জীবিকা নির্বাহ করছে।

নদীর বুকে এখন কৃষিজমি। চাষাবাদ হচ্ছে ধান, গম, ভুট্টা, বাদামসহ বিভিন্ন ফসল। পর্যাপ্ত পানি না থাকায় হুমকীর মুখে পড়েছে জলজ প্রানীসহ জীব-বৈচিত্র্য।

নদী পাড়ের কৃষক কামাল উদ্দিন বলেন, নদীর গভীরতা কমে যাওয়ায় বর্ষা মৌসুমে নদীর দু’কূল ছাপিয়ে পানির প্রবাহিত হলেও শুকনো মৌসুমে পানি অভাবে নানা সমস্যায় পড়ছেন নদী পাড়ের মানুষ।

ঝিকরা গ্রামের জেলে মদন কুমার বলেন, বর্তমান নদীর পানি না থাকায় আমরা খুব কষ্টের মধ্যে জীবন যাপন করছি।

এ ব্যাপারে জানতে চাইলে চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আল মামুন হাসান বলেন, বড়াল নদীর বুকে এবং দুইপাড়ে ইরি বোরো ধান সহ রবিশস্য ৩৫০ বিঘা জমিতে ফসল উৎপাদন হয়। বড়াল নদীতে পানি না থাকায় এলাকাবাসী যেমন ক্ষতি গ্রস্ত হচ্ছে অপর দিকে রবিশস্য মৌসুমে ফসল উৎপাদন করে কৃষকরা উপকৃতও হচ্ছে।

এ ব্যাপারে চারঘাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লা মোল্লা বলেন, বর্ষা মৌসুমে বন্যার পানি ঢোকার সাথে সাথে এলাকার জেলেরা রেনু পোনা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে অর্থ উপার্জন করতো। বর্ষার পানিতে বিভিন্ন ধররেন ছোট থেকে বড় মাছ মেরে বাজারে বিক্রি করে তাদের সংসার চালতো।

নাটোর প্রানী উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বড়াল নদী দীর্ঘদিন থেকেই বালীতে ভরাট হয়ে আসছে তাতে বড়াল নদীর মুসাখাঁ নদী ও নারদ নদী পানির প্রবাহ একে বারে বন্ধ হয়ে গেছে ফলে এই শাখা নদী দুটো প্রায় বন্ধ হয়ে গেছে। তিনি বলেন পুনঃখননের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে প্রকল্পের চাহিদা পাঠালেও ওখানে বরাদ্দ না থাকায় পুনঃখনন করা সম্ভব হচ্ছে না। তবে চলতি অর্থ বছরে একটি প্রকল্প বরাদ্দের সম্ভাবনা রয়েছে। যদি প্রকল্পটি পাওয়া যায় তাহলে চলতি অর্থ বছরে শুষ্ক মৌসুমে খনন করা সম্ভব হবে বলে তিনি জানান।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।