নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ
বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী ইউনিয়ন পরিষদ অফিসের সামনে ফরিদপুর জেলার ভাংগা-বরিশাল মহাসড়কে গ্রীন লাইন ও নিউ অন্তরা ক্লাসিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঢাকা মেট্রো – ব- ১৫-৯৯৫১ গ্রীন লাইন পরিবহনটি বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং অপরদিকে নিউ অন্তরা ক্লাসিক মেট্রো ব-১৫-৬৬৮৫ ঢাকা থেকে ছেড়ে আসা গাড়িটির সঙ্গে গ্রীন লাইন গাড়ির চালক রং সাইটে এসে মুখোমুখি সংঘর্ষ করেন। ফলে গাড়ি দুইটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় গাড়ির ৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে ভাংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ তৈয়ুব রহমান বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। এছাড়া রাস্তার উপর থেকে গাড়ি দুটি সরিয়ে নেওয়া হয়েছে।