নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর:
ফরিদপুরের ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের হাজী হাশিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) হাজী হাশিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন রুবেল ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাংগা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এএসপি মোঃ ইমারত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন মোল্লা, আলগী ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিক মিয়া, একাডেমিক সুপার ভাইজার প্রহ্লাদ বিশ্বাস, মোঃ বাবলু মিয়া প্রধান শিক্ষক মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ হিমায়েত হোসেন প্রধান শিক্ষক হাজী হাশিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়, মোঃ আবুল কালাম ইউপি সদস্য, সাংবাদিক মামুনুর রশিদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক এটিএম ফরহাদ নান্নু ও ডাঃ আতিয়ার রহমান। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আজিম উদ্দিন রুবেল সহ অতিথিবৃন্দ।