শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জ প্রেসক্লাবে জমি যায়গা সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কাশিশ্বরপুর গ্রামের মৃত ইমান আলী মল্লিক এর ছেলে হাবিবুর রহমান মল্লিক লিখিত বক্তব্য পাঠ করেন।তিনি বলেন আমার বসত ভিটার সাথে আমার তিন ভাইয়ের জমি আছে। ভাইরা একে অপরে মিলেমিশে জমি জমাদী চাষাবাদসহ সাংসারিক কার্যাদী সম্পন্ন করে আসছি। কিন্তু আমার ভাই আব্দুল মমিন মল্লিক একগুয়েমী ভাবে অবৈধ ক্ষমতাবলে সকল কাজে বাঁধা সৃষ্টি করে। এনিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট তার বিরুদ্ধে অভিযোগ করলে চেয়ারম্যানের বিচার সে মানেনি। এছাড়া তার পুত্র রুহুল আমিন মল্লিক সম্পুর্ণ অন্যায় ভাবে প্রভাব খাটিয়ে ছোট ভাই ইছা মল্লিকের জমি জবরদখল করে বাড়ি ও দোকানপাট নির্মান করছে। আমার পুকুরে মাছধরা কে পুঁজি করে আব্দুল মল্লিকের বড় পুত্র প্রভাব খাটিয়ে ৩১ মার্চ আমার ছেলে, জামাই ও হতদরিদ্র জেলেসহ ১১ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে আমার দখলীয় পুুকুর জবরদখল করে নেয়।
আব্দুল মমিন মল্লিকের ছোট ছেলে প্রভাব খাটিয়ে ভাংচুর করে এবং বিভিন্ন কাজে বাঁধা সৃষ্টি করছে। এই মমিন মল্লিকের ছোট ছেলে রফিক মল্লিক একজন দুধর্ষ খুনি। সে ২০১৩ সালের ২৩ এপ্রিলে উপজেলার গড়ই মহল গ্রামের শেখ দুখুমিয়াকে খুন করে এবং পিতাসহ সে হত্যা মামলার আসামী হয়। বর্তমানে তাদের ভয়ে আমি ও আমার পরিবারের সদস্যরা ভীতু হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।
এতোকিছুর পরেও বহাল তবিয়তে থেকে মমিন মল্লিক তার ছেলেদের নিয়ে আমাদের বিরুদ্ধে হয়রানীকর মামলা ও মিথ্যাচার করে চলেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি এবং অপ প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনকালে উপস্থিত ছিলেন হাবিবুর রহমানের পুত্র মাছুম বিল্লাহ, জগলুল হায়দার, শামিম হোসেন ও শেখ শাহ আলমসহ কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।