নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ১৮নং মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিদ্যালয়ের খেলার মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মোঃ আইয়ুব আলী প্রধান শিক্ষক বিদ্যানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দৈনিক নয়াদিগন্তর ভাঙ্গা উপজেলা সংবাদদাতা সাংবাদিক এটিএম ফরহাদ নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন রুবেল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাহামুদুল হাসান, অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোহসীন রেজা, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমারত হোসেন, সহকারি পুলিশ সুপার মাহামুদুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন মোল্লা, আলগী ইউপি চেয়ারম্যান ম.ম সিদ্দিক, ভাঙ্গা কে.এম কলেজের সাবেক ভিপি শরিফুজ্জামান শরিফ ও আলগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাওছার ভুইয়া সহ প্রমুখ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ।