এস এ আখঞ্জী,তাহিরপুরঃ
সৌদিআরবের মক্কা মদিনা’র সাথে মিল রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৬টি গ্রামের ঈদ-উল ফিতর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১,এপ্রিল) উপজেলার বড়ছড়া,চাঁনপুর, পুরানঘাট,আমতৈল,রজনীলাইন,মাহারাম,গ্রামের প্রায় কয়েক শতাধিক পরিবার ঈদ-উল ফিতর উৎযাপন করেন।
স্থানীয়রা জানান সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়,নামাজে সহস্রাধিক মুসল্লিরা অংশগ্রহণ করেন এবং নামাজ শেষে কোলাকোলি করেন তারা।জানাযায় সৌদিআরব এর সাথে মিল রেখে বিগত প্রায় ১০বছর যাবত ঈদ-উল ফিতর উৎযাপন করা হয় এই গ্রামগুলোতে।তবে ঈদ-উল আযহা সারা দেশের ন্যায় উৎযাপন করা হয়।
চাঁনপুর গ্রামের নুরে আলম বলেন চট্টগ্রামের সাতকানিয়ার মির্জা কিল দরবার শরীফের অনুসারী তারা। তাদের পূর্ব পুরুষরা ওই দরবার শরীফের মুরিদ। তাই সেখানকার দিক-নির্দেশনা অনুযায়ী আমরাও সৌদি আরবের সঙ্গে মিল রেখেই রোজা ও পবিত্র ঈদ-উল ফিতর পালন করি। তবে ঈদুল আজহা সারাদেশের ন্যায় উদযাপন করি। প্রতিবছরের মতো এবারও সেহেরি খেয়ে রোজা রেখেছি ও আজ শুক্রবার ঈদের নামাজ পড়েছি।