উত্তম চক্রবর্তী,মণিরামপুরঃ
মণিরামপুর উপজেলার সর্বস্তেরর জনসাধারণকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা ও কল্যাণ কামনা করেছেন মণিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমান উপজেলা আওয়ামী লীগের তরুননেতা অ্যড. বশির আহম্মেদ খান। শুভেচ্ছা বার্তায় তিনি পবিত্র ঈদুল আযহার উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনের সাথে সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। তিনি সামর্থ্যবান সকল মুসলমানদের মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানিসহ ধনী-গরীব সকল সামজিক ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে দাড়িয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেবার আহবান জানান। তাহলেই হিংসা,বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ণ একটি সমাজ ও রাষ্ট্র গঠনে সহায়ক হবে।