উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)
মণিরামপুরের ভোজগাতী ইউনিয়নে গ্রাম ভিত্তিক আনসার ও ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। মণিরামপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের ব্যবস্থপনায় ভোজগাতী ইউনিয়নের ৩২ জন পুরুষ ও ৩২ জন নারী এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করে। ১০দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন পষিদের হলরুমে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জেসমিন সুলতানার সভাপতিত্বে এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ফাতেমা সিনা, উপজেলা কোম্পানী কমান্ডার আবুল হোসেন, ইউনিয়ন দলপতি মোশারেফ হোসেন, তাসলিমা খাতুন, ইউডিসি আজিজুর রহমান, ইউপি সদস্য শাহানুর রহমান শাহান, আব্দুল আলিম, আমিন উদ্দীন, রেজাউল ইসলাম সহ প্রমুখ।