মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
৮৯, যশোর-০৫ (মণিরামপুর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোঃ কামরুল হাসান বারী বৃহস্পতিবার সারাদিন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকার জনসাধারণের সাথে মতবিনিময় করেন । এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা জনবান্ধব নেত্রী। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।