এম এ মান্নান বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের সদ্য ঘোষিত মধ্যনগর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে এলাকার স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে ১লা ফেব্রুয়ারী বুধবার বিকাল ৩ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক বাবু বসন্ত কুমার বিশ্বাসে’র সভাপতিত্বে,সাবেক শিক্ষার্থী আতিকুর রহমান ফারুকীর উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ বাবু বিজন কুমার তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক প্রবীর বিজয় তালুকদার, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোবারক হোসেন তালুকদার, মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহম্মেদ,মধ্যনগর উপজেলা মৎস্য লীগের আহবায়ক রুহুল আমীন খান, ডিএমপি উপকমিশনার জ্যোতির্ময় সরকার তপু(ভার্চ্যয়ালী বক্তব্য রাখেন),মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার ,বিশিষ্ট ব্যবসায়ী পঙ্কজ রায়,শতবর্ষ উদযাপন পরিষদের অর্থ উপকমিটির সদস্য রাশিদ। আলম,শতবর্ষ উদযাপন পরিষদের অর্থ উপকমিটির আহবায়ক মাহবুব আলম ফারুকী,নিবন্ধন উপকমিটির সদস্য আতাউর রহমান প্রমুখ।
২০২০ সালে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ এর শতবর্ষ পূর্ণ হয়ার কথা থাকলেও, করোনাভাইরাস এর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় শতবর্ষ উদযাপন ও পুণর্মিলনী অনুষ্ঠান উদযাপন করা সম্ভব হয় নি । আগামী ৩রা এবং ৪ঠা মার্চ দুইদিনব্যাপী শতবর্ষ উদযাপন ও পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে।