এম এ মান্নান, মধ্যনগর(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের মধ্যনগরে অতর্কিত হামলা চালিয়ে ৬৪ হাজার টাকা ছিনতাই ও মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগে থানায় অভিযোগ দায়ের হয়েছে। জানা যায়, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের শিক্ষার্থী রিফাত মিয়া’র উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ অভিযুক্তরা । রিফাত মিয়া হামলার শিকার হয়ে, গুরুতর আহত হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে উগ্রবাদী অভিযুক্তরা দলবেঁধে রিফাত এর উপর হামলা চালিয়ে, তাকে বেধড়ক মারপিট করে মারাত্মক ভাবে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এবং সঙ্গে থাকা ৬৪ হাজার নগদ অর্থ ছিনিয়ে নিয়ে গেছে। এছাড়াও একটি মোটরসাইকেল ভেঙে পেলারও অভিযোগ উঠেছে।
জানা যায়,সোমবার(২ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে পূর্বশত্রুতার জেরে,পূর্ব পরিকল্পিত হামলার শিকার হয়ে রিফাত মিয়া গুরুতর আহত অবস্থায় কলমাকান্দা উপজেলা হাসপাতালে চিকিৎসায় রয়েছে। এবিষয়ে আহত মোঃ রিফাত মিয়ার দাদা আব্দুল মান্নান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মধ্যনগর থানায় ২ ডিসেম্বর মঙ্গলবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যাক্তিরা হলেন,উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের আলমাছ মিয়ার ছেলে আহাদনুর(২২),শাহালমের ছেলে মুন্না মিয়া(২১),আলম মিয়ার ছেলে মেহেদী(১৬),সবুজ মিয়ার ছেলে মান্না মিয়া(২০),রওশন আলীর ছেলে রিপন মিয়া (১৯)এবং একই ইউনিয়নের তেলীগাঁও গ্রামের নুরমিয়ার ছেলে শাকিল মিয়া(১৯)।
বাদী আব্দুল মান্নান অভিযাগে উল্লেখ করেন যে,হামলার শিকার রিফাত মিয়া ১লা ডিসেম্বর সোমবার দিন গত রাত সাড়ে আটটার দিকে স্থানীয় মহিষখলা বাজার হতে দুইজন সঙ্গী সহ মোটরসাইকেল যোগে নিজ বাড়ি দাতিয়াপাড়ার দিকে আসছিলো।দাতিয়াপাড়া গ্রামের সালাম মিয়ার বাড়ির সামনে আসা মাত্রই অভিযুক্ত বিবাদীগণ এলোপাতাড়ি হামলা চালায়। ধারণা করা হচ্ছে উগ্র পন্থি দাঙ্গা বাজ লোকেরা, আগে থেকে উথপেতে বসে থাকে। এবং তার গাড়ির গতিরোধ করে এলোপাথাড়ি মারধর শুরু করে। এসময় আহত রিফাত মিয়ার সঙ্গে থাকা ৬৪ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়া যায়। এছাড়া মোটর সাইকেলটি ভাঙচুর করে লন্ডবন্ড করেছে। এসময় আমার নাতি রিফাত আহত অবস্থায় চিৎকার চেঁচামেচি করতে থাকলে, আশপাশের লোকজন হট্রগোলের শব্দ শোনে ঘটনা স্থলে ছুটে এসে, আহত অবস্থায় তাকে উদ্ধার করেছে। তাৎক্ষণিক আহত অবস্থায় রিফাতকে প্বার্শবর্তী উপজেলা কলমাকান্দা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়া যাওয়া হয়।
এবিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ(ওসি)সজিব রহমান বলেন,এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি।বিষয়টি তদান্তাধীন রয়েছে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম এ মান্নান,
০১৩১৮৩২৭২৮০
০৩.১২.২০২৪