মধ্যনগর (সুনামগঞ্জ) বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামের রেহেনা বেগম নামে এক বিধবা নারী অবৈধ পন্থায় জায়গা দখলের পায়তারা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে । এবিষয়ে থানায় ও উপজেলা ইউএনও বরাবরে অভিযোগ দায়ের হয়েছে। গত ৬ দিন আগে একই গ্রামের মোঃ শাহাবুল মিয়ার পৈতৃক দখলিও জায়গায় জবরদস্তি করে রেহেনা বেগম ঐ জায়গায় জোর পূর্বক অবস্থান করছে বলে গ্রামবাসী সূত্রে জানা গেছে ।
মধ্যনগর মৌজার ২১৮০ ও ২১৫৮ দাগে মোট ১ একর ভূমি আছে , এরমধ্যে হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান কালি মন্দির এর দখলে ৩০ শতাংশ এবং মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান ঈদগাহ মাঠের জন্য ৩০ শতাংশ, দুই প্রতিষ্ঠানে ৬০ শতাংশ ভূমি দখল নেন, এবং বাকী ৩৫ শতাংশ ভূমি সরকারকে রাজস্ব দিয়ে প্রায় ৬০ বছর ধরে মোঃ শাহাবুল মিয়া ভোগদখল করে আসছে।
আরো জানা গেছে, সুনইপাড়া গ্রামের লক্ষ্মণ দাস ও শালীয়ানি গ্রামের মৃত আঃ হামিদ এর স্ত্রী রেহেনা বেগম ঐ উল্লেখিত দাগের ভূমি বন্দোবস্ত পায়,কিন্তু জায়গাটি তাদের দখলে না থাকায়, ধর্মপাশা উপজেলা ইউএনও তদন্ত পূর্বক গত ৩১/০১/২০১৮/ইং তারিখে ১২০৫ নং স্মারকে উপজেলা কৃষি খাস জমি ব্যবস্হাপনা ও বন্দোবস্ত কমিটি বন্দোবস্তটি বাতিলের প্রস্তাব দেন।
এর প্রেক্ষিতে ২৫/০২/২০১৮/ইং তারিখে অনুষ্ঠিত জেলা কৃষি জমি ব্যবস্হাপনা ও বন্দোবস্ত কমিটির সভায় উল্লেখিত দুটি বন্দোবস্তই বাতিল করে উক্ত ভূমি সরকারের ১নং খাস খতিয়ানে বহাল করা হয়েছে। তবে সরজমিনে গিয়ে দেখা যায় শাহাবুল মিয়ার দখলের জায়গায় রেহেনা বেগম জবরদখল করার পায়তারা চালিয়ে যাচ্ছেন। এবিষয়ে শাহাবুল মিয়া বাদী হয়ে মধ্যনগর থানায় ও উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও বারাবরে গত ২ মার্চ পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছে।