এম এ মান্নান, মধ্যনগর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর থানার সদর ইউনিয়ন পরিষদে মধ্যনগর থানা পুলিশ কর্তৃক আয়োজিত আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে ।
২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে নাগরিক দায়িত্ব পালনের জন্য অফিসার ইনচার্জ ওসি মোঃ এমরান হোসেন এর সকলের প্রতি আহব্বান জানান।
এবং ওসি মোহাম্মদ এমরান হোসেন, সভায় এসব কথা বলেন,পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোর্শেদ আলম, মধ্যনগর থানা এবং বিট অফিসার এসআই(নিঃ) মশিউর রহমান, সর্ব শ্রেনীর মানুষের উপস্থিতিতে মধ্যনগর সদর ইউনিয়নের হলরুমে স্থানীয় চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটু, সাবেক চেয়ারম্যান জনাব প্রবীর বিজয় তালুকদার, ইউপি সদস্যবৃন্দ, বাজার ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজনদের নিয়ে বিট পুলিশিং সভা করা হয়। উক্ত সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করে নাগরিক দায়িত্ব পালন করা এবং নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করা সহ গুজবে কান না দেওয়া, মাদক, জুয়া, ইভটিজিং, সন্ত্রাসী ও জঙ্গীবাদ বিরোধী, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা করা হয়। উক্ত সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।