এম এ মান্নান,বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলার সদর বাজারের সৎসঙ্গের দুই গ্রুপের আলাদা আলাদা উদ্যোগে,পৃথক পৃথক জায়গায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দের ১৩৫ তম জন্ম মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। একাংশের উদ্যোগে বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের খেলার মাঠে এবং অপর পক্ষের উদ্যোগে ঠাকুর বাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম শুভ জন্ম মহোৎসব ও র্যালী শুভাযাত্রা আলাদা আলাদা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি শুক্রবার দিনব্যাপী সৎসঙ্গ মধ্যনগর শাখার উৎসব উদযাপন পরিষদের আয়োজনে এই শুভ জন্ম মহোৎসব উদযাপন করা হয়
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম শুভজন্ম মহোৎসব উপলক্ষ্যে ব্রাহ্ম মুহুর্তে মাঙ্গলিক নহবত, প্রত্যুষে উষা কীর্তন, প্রাত:কালীন বিনতি প্রার্থনা ও নামজপ তৎপর অমিয়গ্রন্থাদি পাঠ, শ্রী মদ্ভব গবদ গীতা পাঠ, নাম সংকীর্ত্তন, সমবেত বিনতি প্রার্থনা, ধর্মসভা, ঠাকুরের লীলা কীর্ত্তন, দুপুরে মহাপ্রসাদ বিতরণ, সংগীতানুষ্ঠান এবং সন্ধ্যায় বিনতি প্রার্থনা, নামজপ ও অমিয় গ্রন্থাদি পাঠের মধ্য দিয়ে দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে উৎসবের সফল সমাপ্তি ঘটে।
বিপুল সংখ্যক ভক্তদের অংশ গ্রহণে উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় আয়োজনে এবারের উৎসব উদযাপিত হয়। একাংশের ঠাকুর ভক্ত বাবু মনমহত নায়ক অপর পক্ষকে অভিযোগ তুলে বলেন, আমাদের মাঝে দির্ঘদিন ধরে ঝামেলা চলছিল, আমাদের সৎসঙ্গের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সরজমিনে এসে,মতানৈক্যর ঝামেলা সমাধান করে দিয়ে, ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান কার্যক্রমের সিদ্ধান্ত দিয়ে যান, অথচ ঐ পক্ষটি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে,সৎসঙ্গের ফান্ডের ১৫ লাখ টাকা সহ আরও চাঁদা আদায়ের ২০ লাখ টাকা নিয়ে তারা আলাদা অনুষ্ঠান করছে। অপর পক্ষের সাধারণ সম্পাদক অনুজ কান্তি সরকার বলেন, আমরা দির্ঘদিন ধরে ঠাকুরের অনুসারী হিসেবে ধর্মীয় মনস্তাত্ত্বিক চিন্তাধারায় উৎসব পালন করে আসছি।