এম এ মান্নান,বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসন উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন পালিত হয়েছে। বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী শুক্রবার সকাল ৯ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে, প্রথম শ্রদ্ধা জানান ইউএনও নাহিদ হাসান খান, ওসি মোঃ জাহিদুল হক নাজমুল, একই সঙ্গে বিপি উচ্চ বিদ্যালয়ে কেক কেটে দিনটি উদযাপন করেন, এবং জাতীয় শিশু দিবস হিসেবেও দিনটি পালন করেছে বিভিন্ন সংগঠন । এছাড়াও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্ম। কালক্রমে তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান পায় আজকের বাংলাদেশ।
এই দিনে পিতা শেখ লুৎফর রহমান ও মা সায়েরা খাতুনের ঘরে জন্ম নেন শেখ মুজিব নামের এক উজ্জ্বল নক্ষত্র। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।