মধ্যনগর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের বিশারা গ্রামের সংলগ্ন গুড়মা হাওরের ২৮ নং পিআইসি বাঁধের পাশে সকাল সাড়ে ৮ টার সময় ডাকাতির ঘটনা ঘটেছে। জানা যায় পাশবর্তী কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের গোজাখলিয়া গ্রামের মৃত মন্টু সাহার ছেলে মিল্টন সাহা মোদি দোকানের ব্যবসায়ী নৌকায় নদী পথে যাওয়ার সময়, হাওরের ফাঁকা জায়গা গুড়মা হাওরের ২৮ নং পিআইসি বাঁধের সংলগ্ন নদীর ধারে উৎপেথে থাকা ৬ সদস্য ডাকাত দল মিল্টন সাহাকে আটকে তাহার উপর হামলা চালায়, একপর্যায়ে মিল্টন সাহা দৌড়ে পালানোর চেষ্টা করলে, ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাম হাতের আঙুল ও ডান পায়ে রক্তাক্ত জখম করে এবং তার সাথে থাকা ১ লাখ ৯১ হাজার ২ শত টাকা চিনিয়ে নেয়। পরে মিল্টন সাহা দৌড়ে চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন ঘটনা স্থলে এসে ডাকাতি ঘটনা জানতে পেরে, জরু হওয়া লোকজন, বিশারা গ্রাম সহ আশপাশের গ্রামে মোবাইল ফোনে যোগাযোগ করে এলাকার লোকজন জরু করে ,এবং লোকজন তানহা হাওরের জংগলের চারপাশে ঘিরে পেলে। এবং ঐ তিন ডাকাতকে আটক করেছে। আরও তিন ডাকাত পালিয়ে গেছে। আটককৃত ডাকাতরা হলো তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রপুর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের শওকত আলীর ছেলে সোহরাব মিয়া, (২৬) ফজলুল হক এর ছেলে ইমরান মিয়া (৪০) তাহের আলীর ছেলে মহিবুল মিয়া (৫০) পরে এলাকাবাসী মধ্যনগর থানায় মোবাইলে খবর দিলে, ওসি মোঃ জাহিদুল হক নাজমুল সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থল থেকে ৩ ডাকাতকে থানা হাজতে আটক করেছে। এবিষয়ে ও সি মোঃ জাহিদুল হক জানান ডাকাতদের কাছ থেকে নগদ ১ লাখ ৪৭ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এবং মামলা প্রক্রিয়া দিন আছে ।