এম এ মান্নান বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর নব গঠিত উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর সোমবার সকাল ১১ টায় বিপি স্কুল এন্ড কলেজ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার, মরতুজা আহমদ, বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা প্রশাসক, মোঃ জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ,সভায়, সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, সঞ্চালনায় ছিলেন মমিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীউল কিব্রীয়া, এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি তথ্য কমিশনারের প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সার্কেল ফরিদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল ইসলাম, বিপি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, সহকারী তথ্য কমিশন সালাউদ্দিন আহমেদ, সহকারী নির্বাচন কমিশন মঞ্জুরুল হক,সদর চেয়ারম্যান সন্জিব রঞ্জন তালুকদার টিটু, সুশীল সমাজ ও বিপি স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ। এছাড়াও প্রধান অতিথি মরতুজা আহমদ বলেন, তথ্য অধিকার আইন জনগণের সেবার লক্ষে মানুষের কল্যাণে মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য জানতে হবে সকলের। তথ্য একটি সানলাইট হিসেবে প্রোযুক্তি মোতাবেক সুপরিকল্পিত উপায়ে জাতিকে পরিবর্তন করা যেতে পারে।