এম এ মান্নান মধ্যনগর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৩৩ টি পূজা মন্ডপে দূর্গা পূজা উদযাপন উপলক্ষে, মধ্যনগর উপজেলা প্রশাসন এর উদ্যোগে, শারদীয় দূর্গা পূজার প্রস্ত্ততিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর রবিবার দুপুর ২ টার সময় মধ্যনগর উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত প্রস্ত্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়। এসময় মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান এর সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মধ্যনগর থানার ওসি মোঃ জাহিদুল হক নাজমুল, সদর ইউনিয়ন চেয়ারম্যান সন্জিব রঞ্জন তালুকদার টিটু, উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান নূরনবী তালুকদার, চামরদানী ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর খসরু তালুকদার, মধ্যনগর প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মান্নান, পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কিরন তালুকদার প্রমুখ।সভায় বক্তারা বলেন, দূর্গা পূজাকে ঘিরে এলাকার উঠতি বয়সের যুবকেরা মাদকের সঙ্গে জরিয়ে পরে। এবং যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, সে ব্যাপারে প্রশাসনিক সহযোগিতা কামনা করেন বক্তারা। এছাড়াও সভার সভাপতি, নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, সকল পূজা মন্ডপে নিরাপদে শান্তি পূর্ণ ভাবে পূজা সম্পন্ন করার সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়া হবে। সেই সাথে এলাকার সকল শ্রেনীর লোকেদের সহযোগিতা কামনা করছি। এছাড়াও পূজা উদযাপন কমিটির সভাপতি গন সার্বিক প্রাসঙ্গিক সমস্যা ও তদারকির ব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন।
এম এ মান্নান,
মধ্যনগর,সুনামগঞ্জ।
০১৭৭১৯২১৬৫২