রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর দিঘীরপাড় ইউনিয়ন শাখার উদ্দ্যোগে গন সমাবেশ অনুষ্ঠিত সুজন এর সাতক্ষীরা সদর উপজেলা কমিটি অনুমোদন কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে আইইউটির শিক্ষার্থীর মৃত্যু ৩ আহত ১৫ রংপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিভাগীয় সমাবেশ কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৪৭বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক  বোয়ালখালীতে মদ বিক্রেতা আটক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ

মধ্যনগরে শীতের শাকসবজীর বাজারে দাম কিছুটা কমলেও এখনো বিক্রি হচ্ছে চড়া দামে 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৪০ বার পঠিত

এম এ মান্নান,বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হাওর থেকে গ্রাম অঞ্চলে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা অনুভব করা যাচ্ছে,তবে গত কয়েক দিন ধরে শীতের আমেজ দেখা দিয়েছে । ইতোমধ্যে মধ্যনগর উপজেলার বাজারে শীতকালীন শাক-সবজি আসা শুরু করেছে। তবে দামের উত্তাপ এখন কিছুটা কমেছে। শীতের সবজি চড়া দামেই কিনতে হচ্ছে উপজেলাবাসীকে। শিম ছাড়া বেশির ভাগ সবজিতেই চড়া দাম লক্ষ্য করা গেছে। ৩ ডিসেম্বর শনিবার উপজেলার বেশ কয়েকটি বাজার ঘুরে এই সব নিত্যপ্রয়োজনিয় শাক সবজির চিত্র দেখা গেছে।

মধ্যনগর বাজারে গত এক সপ্তাহের বাজারদর তুলনা করলে দেখা যায়, সবজির মধ্যে শিমের দাম অর্ধেক কমেছে। দুই সপ্তাহ আগেও শিম বিক্রি হয়েছে ৯০ টাকা কেজি দরে। গত সপ্তাহে তা ছিল ৭০ টাকায়। এই সপ্তাহে শিম বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি দরে। শিমের দাম কমলেও বেড়েছে অন্যান্য সবজির দাম।বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। টমেটো বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। এছাড়া করলা ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ থেকে ৭০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, কচুর লতি ৪০ টাকা, দুন্দল বিক্রি হচ্ছে ৬০ টাকা ও শসা ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সবজির দাম সম্পর্কে জানতে চাইলে বাজারের সবজি বিক্রেতা বলেন, ‘দাম তো কিছু কমলেও, আড়তে দাম না কমালে আমরা কি করবো, চাষিরা কম দামে বিক্রি করলেও, আড়তদারা মালের দাম কমাচ্ছেন না ।’একই কথা জানালেন চৌরাস্তা মোড় সবজি বিক্রেতা, ‘শীতের সবজি এখনও পুরোপুরি আসে নাই। সবধরণের সবজি যখন আসবে, তখন দাম আরও কিছুটা কমতে পারে। বাজারে ৬০ টাকার কমে রয়েছে শুধুই পেঁপে। বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। লাউ আকারভেদে ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে, মিষ্টি কুমড়ার কেজি ৩০ টাকা।কিছুটা কমেছে ফুলকপির দাম। বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা পিস দরে।বাজারে কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ৪০থেকে ৫০ টাকায়। কাঁচা কলার হালি ৩০থেকে ৩৫ টাকা। লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা, মূলা ২০ টাকা কেজি বিক্রি হচ্ছে । ক্রেতা বিক্রেতারা ধারনা করছে, পুরোপুরি আমদানি হলে কাছা মালের দাম কিছুটা কমতে পারে, বোতল জাত সয়াবিন ১৭৮ লিটার,মুশুরী মোটা ডাল ১০০ টাকা কেজি, চিনি প্রতি বস্তায় ১০০ টাকা কমেছে প্রতি কেজি ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।