এম এ মান্নান,বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের বাট্রা গ্রামের দীনবন্ধু সরকারের পৈতৃক জমি জবরদখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে । ৪ জানুয়ারী মঙ্গলবার দুপুর ১ টায় মধ্যনগর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে, দীনবন্ধু সরকার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে দাবী জানাই যে, আমার পৈতৃক ফসলি বোরো জমি দক্ষিণউড়া মৌজার জেল নং ২৬ দাগ নং ১৩৮৮ এর ১ একর ৭ শতাংশ ভূমি আমি চাষাবাদ করিয়া আমার পরিবার পরিজনদের নিয়ে জীবিকা নির্বাহ করিতেছি। কিন্তু একই গ্রামের মৃত আনন্দ বিশ্বাসের ছেলে, ললিত বিশ্বাস (৪০) জমিটি লোভের ফাঁদে পরিয়া, গত ২৪/৪/২০২২ ইংরেজি তারিখে আমার বিরুদ্ধে আদালতে মিত্যা মামলা করলে,আদালত ঐ জমিতে ১৪৪ ধরা জারি করেছে। অথচ আদালতের রায় অমান্য করে জমিটি জবরদখলের চেষ্টা চালাচ্ছে। একপর্যায়ে জানতে পারলাম যে, আমার বাবা অতুল চন্দ্র দেব, এস এ রেকর্ডের মালিক। অথচ ভূয়া মালিক বানিয়ে শশী মোহন কতৃক ভূয়া দলিল দিয়ে, তাদের নামে অবৈধ ভাবে বর্তমান রেকর্ড করেছে। এবং যেখানে ১৪৪ ধরা জারি হয়েছে, সেখানে জোর পূর্বক জমিটি জবরদখল করার পায়তারা চালিয়ে যাচ্ছে। এ-ই অবস্থায় সরকারের কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি যে, আমি বৈধ মালিক হিসেবে সুবিচারের প্রার্থনা করছি।