মধ্যনগর,সুনামগঞ্জ,প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগরে সংবাদ সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সমিতির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির কোষাধ্যক্ষ মরম আলীর ছেলে শাহীনুর আলম।
লিখিত বক্তব্যে তিনি বলেন আমি মোঃ শাহিনূর আলম, পিতা- মোঃ মরম আলী, গ্রাম মির্জাপুর, ডাকঘর: বংশীকৃতা, উপজেলা- মধ্যনগর, জেলা: সুনামগঞ্জ। বিগত ২৮ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার একটি কুচক্রী মহল আমার পিতা মরম জালীর বিরুদ্ধে অভিযোগ তুলে। এবং মির্জাপুর গ্রামের “মরা সমবায় সমিতির প্রকৃত সদস্যদের বাদ দিয়ে নতুন নামে সমিতি রেজিস্ট্রেশনের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। এবং এই শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছে, অথচ সমিতিটি ৩৭ বছর পূর্বে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের অবকাঠামোগত ভাবে সমিতিটি প্রতিষ্ঠিত হয়েছে।
এরপর থেকে সামাজিক উন্নয়ন মূলক উদ্দেশ্যে গরীব অসহায় হতদরিদ্র মানুষদের. সহায়তা ও মৃত ব্যক্তির দাফনের সাহায্য করার লক্ষে গ্রামবাসীর অর্থায়নে গঠন করা হয়েছে মরা সমবায় সমিতি । গত তিন বছর আগে সমিতির সর্বশেষ হিসেবে এর অর্থ বেড়ে দাঁড়ায় প্রায় অর্ধকোটির মত। বর্তমানে সমিতির সমিতির সদস্য না এমন কিছু লোকজন সমিতির উন্নয়ন বাধাগ্রস্ত করতে, ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ও কোষাধক্ষর মান হানীর লক্ষ্যে একটি মধ্যস্বত্বভোগী চক্র সক্রিয় হয়ে বিভিন্ন মহলে অভিযোগ তুলেছে । যারা সংবাদ সম্মেলন করে মিথ্যা অভিযোগ তুলেছে, তারা কোনদিন সমিতির সদস্যই ছিলনা।
এই দলবদ্ধ কুচু ক্রিম হলের মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত পক্ষে আমার পিতা মরম আলী একজন সহজ সরল প্রকৃতির মানুষ। তিনি দীর্ঘদিন যাবৎ সততার সাথে কোষাধ্যক্ষর দায়িত্ব পালন করে আসছেন। যে কুচক্রি মহলটি গ্রামবাসীর নাম নিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাহারা প্রকৃত পক্ষে এই সমিতির সদস্যই নয়।
এম এ মান্নান,
মধ্যনগর,সুনামগঞ্জ
০১৭৭১৯২১৬৫২