এম এ মান্নান বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের, ক্ষতিগ্রস্হ বাঁধ মেরামত,সংষ্কার, নদী, খাল,পূর্ণ খননের জন্য সংশোধিত কাবিটা নীতিমালা ২০১৭ এর ( ২.২) অনুচ্ছেদ মোতাবেক ২০২২/২০২৩ অর্থ বছরের কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন কল্পে, উপজেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড এর পাউবোর অন্তর্ভুক্ত ফসল রক্ষা বাঁধের কাজ পি আই সি কমিটির মাধ্যমে আগামী ডিসেম্বরের ১৫ তারিখ বাঁধের কাজ শুভ উদ্বোধন করার সিদ্ধান্ত নিয়েছেন, কাবিটা স্কীম প্রনয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি নাহিদ হাসান খান । এ সময় মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান নূর নবী তালুকদার, চামরদানী ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর খসরু তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য সাবেক আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার, সম্মানিত সদস্য যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সম্মানিত সদস্য সাংবাদিক এম এ মান্নান, মধ্যনগর থানার এস আই কারিতাস জুনিয়র প্রগ্রাম অফিসার রতন বর্মণ,সম্মানিত সদস্য যুবমহিলা লীগের সভাপতি শান্তা চৌধুরী প্রমুখ।