মধ্যনগর,সুনামগঞ্জ, প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ভারতের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে চিনি বাংলাদেশে প্রবেশ কালে ২ টি কাঠ বডি ইঞ্জিন চালিত নৌকা সহ ২৪ (চব্বিশ) বস্তা (১২০০ কেজি) আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি সহ ৫ জন চোরাকারবারী গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় (২৯ সেপ্টেম্বর) শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় মধ্যনগর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ এমরান হোসেন এর দিক নির্দেশনায়, এসআই মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে, এসআই রাফিজুল মিয়া সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে, ভোর অনুমান সাড়ে ৫ টার সময় মধ্যনগর থানার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের অর্ন্তগত বাঙ্গালভিটা মাঝেরছড়া সাকিনস্থ চরের কিনারা হইতে চিনি জব্দ করে এবং ৫ জনকে আটক করেছে। আটক কৃত আসামীরা হল, কুতুব উদ্দিন(২৮) পিতা-সাইকুল ইসলাম, ইসলাম নুর(৫৩) পিতা-মৃত: সোনামিয়া, মোহাম্মদ আলী(৩৮) পিতা-মোঃ সাইকুল ইসলাম, সর্ব সাং-মন্দিহাতা, ১নং উত্তর শ্রীপুর ইউপি, সম্রাট (২৪), পিতা-বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী, সাং-বিনোদপুর, সুরঞ্জন বর্মন(২৫), পিতা-মন্টু বর্মন সাং- মুদরাই, সকলের থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ।
এবিষয়ে ওসি মোঃ এমরান হোসেন বলেন, ২ টি কাঠ বডি ইঞ্জিন চালিত নৌকা বোঝাই ২৪ বস্তা (২৪০০কেজি) আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি জব্দ করে উদ্ধার করা হয়। চোরাচালানীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।