শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
ক্তদিয়ে কেনা আমার মায়ের ভাষা,বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষায় লিখি পড়ি বাংলা ভাষা ব্যক্ত করি সকল চাওয়া পাওয়া।সাতক্ষীরা জেলার তালা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বারবার নির্বাচিত তালা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরদার জাকির হোসেন।
তিনি বাংলা ভাষার মাস ২১ শে ফেব্রুয়ারীর আগমনে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন এবং ভাষার জন্য যারা জীবন দিয়েছেন সকল শহীদের আত্নার মাগফিরাত কামনা করেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন।
তিনি বলেছেন রক্তদিয়ে কেনা আমার মায়ের ভাষা,আজ যে ভাষায় আমরা কথা বলছি এটা বাঙালী জাতির তাজা রক্তের বিনিময়ে পাওয়া, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।ভাষার মাস আগমনে সকল শহীদের আত্নার মাগফিরাত কামনা করি। বাংলা ভাষার প্রতি সম্মান জানাই,বিদেশী কালচার পরিত্যাগ করি,অন্যান্য ভাষাকে প্রাধান্য দিয়ে নিজ দেশের ভাষাকে,তথা বাংলা ভাষাকে,মায়ের ভাষাকে ভুলে না যাই,আবারো বলবো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি।