উত্তম চক্রবর্তী,মণিরামপুরঃ
হযরত শাহজালাল (রাহঃ) মডেল(ফ্রি) মাদ্রাসা ও এতিমখানার (প্রথম) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উন্মুক্ত কারিগরি (ফ্রি) ট্রেনিং সেন্টার শুভ উদ্বোধন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে দেশ সেরা উদ্ভাবক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও তোফাজ্জল হোসেন মানিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবিক পুলিশ শওকত আলী, শার্শা উপজেলার ১০ নং সদর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কবীর উদ্দিন আহমেদ তোতা, স্থানীয় ইউপি সদস্য আতিয়ার রহমান প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন সামাজিক কাজের সাথে সংযুক্ত থাকা ব্যাক্তিবর্গ। এই অনুষ্ঠানে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খেদাপাড়ার মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থা এর প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন মানবিক পুলিশ শওকত আলী।